লক ডাউনে এবার পুজোয়
নীল আকাশে, কাশ যে হাসে ,শরৎ ছবি এঁকে,
মহালয়ার থেকেই শুরু,সেই স্বপ্ন আঁকা বুকে।
চোখের পাতায়, নতুন জামা,হরেকরকম খেলনা,
খুশির ছবি, নানা রঙে,আঁকছি যা তা, সব কল্পনা।
লক ডাউনে,গরীবগুলোর,দেখো মুখগুলো মলিন,
খালিগায়ে, না খেয়েই ভাই,রোজ কেটে যায় দিন।
পুজোয় এবার ওদের, হবে না,পেট পুরে যে খাওয়া,
রোজগার বন্ধ ,তাই হবে না,নতুন জামা পাওয়া।
এই পুজোতে, ওদের সাথে, ভাগ করে নাও সব দুখ,
হাসলে ওরা, হাসবে তুমি, এই তো মহা পুজোর সুখ।
মহালয়ার থেকেই শুরু,সেই স্বপ্ন আঁকা বুকে।
চোখের পাতায়, নতুন জামা,হরেকরকম খেলনা,
খুশির ছবি, নানা রঙে,আঁকছি যা তা, সব কল্পনা।
লক ডাউনে,গরীবগুলোর,দেখো মুখগুলো মলিন,
খালিগায়ে, না খেয়েই ভাই,রোজ কেটে যায় দিন।
পুজোয় এবার ওদের, হবে না,পেট পুরে যে খাওয়া,
রোজগার বন্ধ ,তাই হবে না,নতুন জামা পাওয়া।
এই পুজোতে, ওদের সাথে, ভাগ করে নাও সব দুখ,
হাসলে ওরা, হাসবে তুমি, এই তো মহা পুজোর সুখ।
0 Comments