প্রদোষ কান্তি সিংহরায়ের ছড়া


ইচ্ছে করে

চ্ছে করে ছোট্ট হয়ে
আবার ফিরে আসি
বাড়ির সবার ভালোবাসায়
আনন্দেতে হাসি। 

ঠাম্মি দাদুর গল্প শুনি
সকাল সন্ধ্যা বেলা
পড়াশোনা একদম নয়
শুধুই খেলা খেলা। 

দোলায় শুয়ে ঘুমের ছলে
মায়ের গান শোনা
আদর করে ডাকবে সবাই
সোনা,মানিক সোনা। 

ভাল্লাগেনা বড়দের এই
ব্যস্ত জীবনটাকে
ছোট্টবেলার আদর খুঁজি
ব্যস্ততার ই ফাঁকে। 

ছড়াকার প্রদোষ কান্তি সিংহরায়
শুঁড়িখালী, পাঁচলা, হাওড়া 














0 Comments