বৃন্দাবন নস্করের কবিতা


কর্ণ

স্তিত্বের সংঘর্ষ একটা স্পর্ধা
অধিক সংঘর্ষে সৃষ্টি করেও তাদের উদর রোজ আধা। 
তবু ওরা কর্ণ, মুক্ত হস্তে পূর্ণ করে দানে
অসহনীয় সংঘর্ষে রাষ্ট্রশ্রী আনে। 
ওদের শরীরের গন্ধ-মৃত্তিকার সুবাস, শরীরের ঘর্ম-ক্ষেতের জল
সোনালী বিচালীর ধানের শীষের ন্যায় পরিশ্রান্ত কপালের 'অঁচল'। 

দুই হস্তে রিক্ত করে স্বীয় অস্তিত্বের মরু
ওরা তো রাষ্ট্রের কল্পতরু। 
যেন সন্তানের তরে নিঃশেষ করা 'অলি' 
স্বয়ংকে জ্ঞাপন করে তিলে তিলে হয় বলি। তদুপরি নির্মম পীড়ন জগৎপতি ক্ষেত্রপতির
অস্তিত্বের সংগ্রামে হার না মানা ওরাই আমাদিগের অন্নদানী 'খন্দকার'। 

আপন ভান্ড রিক্ত করে লক্ষী আনে দেশে
তাও ওরা অনাহারী, নিদ্রাহীন কাঙালের বেশে। 
ওদের পীড়িত নিরাহার হৃদয়ের কান্নার অনুরনন 
যেন নিস্তব্ধ রাত্রির বুকে ধানের শীষ ফলনের মতো গোপন। 
নিজ পীড়া, নিজ ক্লেশ গোপন রাখে সংগোপনে 
"তবু ওরা কর্ণ, মুক্ত হস্তে পূর্ণ করে দানে"।

কবি বৃন্দাবন নস্কর
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ























0 Comments