অনাশ্রয় ~ দ্রোণ মুখোপাধ্যায়ের কবিতা


অনাশ্রয় 
দ্রোণ মুখোপাধ্যায় 

বড়ই মন খারাপ ধরালে আজ সন্ধ্যাগাছ--
যতবার ভেবেছি এইবারে সমর্পণ,
খোলামকুচি,--
পথ সরে যাওয়ার উৎসব--
ক্লান্ত এক বিকেলের গায়ে লেগে ঠিক 
সন্ধ্যার গাছে ঝুলন্ত বাদুড়ের মত
একরাশ দুঃখ আমাকে আড়াল করে থাকে।
দু'একটা উড়ে যায় যদি ডানা মেলে, 
তখনই ভিড় করে আসে অবাঞ্ছিত কৌণিক--
সেই আগের মতই দূর সম্পর্কের টানে
ডানার নীচে আশ্রয় দেয়
আমার মত গৃহহীনকে--

কবি দ্রোণ মুখোপাধ্যায়
বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ 





1 Comments