ফানুস এ মানুষ ~ তানিয়া ইসলামের কবিতা


ফানুস এ মানুষ
তানিয়া ইসলাম 

চারিদিকে এত কোলাহল,
মাঝে কোথাও যেন শুধুই দাবানল।

একবার নয়;বারবার চিৎকার শুনেছি জ্যান্ত লাশের,
আজ সে মৃত; তাই ব'লে হারিয়েছে অধিকার।

এত আগুন,এত উত্তাপ,
মহামারীর মিছিলে কাদের নাম জমা হলো আজ?

একটু নিঃশ্বাস কে, ফিরিয়ে দিলাম আশ্বাস,
ভিতরে অশ্বিনী সংকেত,বাইরে বাউলের বিশ্বাস।

রাতের আঁধার এ আকাশে ফানুস নয়,
ধোঁয়াশায় ভরা চুল্লীর ভিতর---আরো একজন মানুষ।।

কবি তানিয়া ইসলাম 
ক্ষুদিরামপল্লী, বাহির সর্বমঙ্গলাপাড়া, পূর্ব বর্ধমান







1 Comments