কোনো এক চাঁদের কাছে
জয়ন্ত চট্টোপাধ্যায়
সীমার বাইরে মরা পাংশুটে গাছ আর ফুল
দুরূহ কোণের মোহন আশ্চর্য জানালায়
তার হাসি কিছুমাত্র সরলতা মাখেনি।
বিপ্রতীপ অন্ধকারে নেমে যাচ্ছে ছায়া
মায়া এক তর্জমার নাম
অনাবিল সন্ধ্যায় তীব্র শব্দবাণ ছেঁড়ে
গ্রন্থিসূত্র আর মন্দ আলোর বিভা।
জঞ্জাল থেকে ফুলগাছ বেছে নিই
মন্ত্রবলে প্রাণসঞ্চার নেই তাকে রাখিমমির কফিনে বিষণ্ণ সন্ধ্যায়।
মাথার উপর চাঁদ মরুর কুয়াশা ঠেলে
জ্বেলেছে প্রদীপ আলোকিত প্রত্নপ্রান্তরআবলুশ রং দাসদাসী বেষ্টিত
অদ্ভুত মাঙ্গলিক আচারে পরলোক
সাজিয়েদিচ্ছে অলংকার গরিমায়।
আয়োজন শেষ হলে চেনানাম
অচেনা জলের কাছে বেদনা বিলিয়েফিরে যাই পঞ্চাশ জন্ম পিছনে
রাজকীয় আয়োজন আমার গাছের পাশে
মরুশয্যা চিনেছে আমাকে সেই তামাটে চাঁদ
আর গাছের ফসিল।
0 Comments