বীতাগ্নি ~ দেবাশীষ মুখোপাধ্যায়ের কবিতা


বীতাগ্নি 
দেবাশীষ মুখোপাধ্যায়

জলের বুদবুদ গান শোনায় আজকাল
সারা গায় তার আদরমাখা
সে গাছ পাখি প্রজাপতি নিয়ে বসে
অন্য এক পৃথিবীর সন্ধানে
তোমায় ডাকলে আকাশ পাবে
নীল চাদরে বকের আলপণা
ক্লোরোফিল ছড়িয়ে সবুজ হোলি
এসব সে জানে
তবুও তার স্বপ্নরা আর জাগে না
ঘুমিয়ে পড়ে অচিনপাখির ডানায়
জাগে না আর নতুন পুণ্যতোয়া

কবি দেবাশীষ মুখোপাধ্যায়
কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি


















0 Comments