দুটি কবিতায় ~ গৌতম কুমার গুপ্ত


গৌতম কুমার গুপ্ত'র দুটি কবিতা 

ভালো আছি ভাল থেকো  

ভালো আছি বলেই দিনমান পাতা উল্টে পড়েছি
তোমার রূপকাব্য যমক রূপক উৎপ্রেক্ষা
যে সাজেই সেজেছো অলংকারে
নির্নিমেষে দেখেছি আগুন 

ভালো আছি বলেই সকাল দেখেছি তোমার
রূপলাগি আকাশে একটি সূর্যওঠা ভোর 
তুমি গেয়ে ওঠো কাকলি সরগম
কৃষ্ণময় বাঁশিটি ডাকে উদাসী হাওয়ার পথে 

ভালো আছি বলেই তোমার বিকেল দেখেছি
সূর্যাস্তের পথে তুমি চেয়ে থাকো দিগন্তে
রাঙা আলোয় তুমি দীপ্যমান হলে
অপলকে মেখেছি সেই সূর্যশেষের ছায়া

ভালো আছি বলেই সন্ধ্যা দেখেছি তোমার
গোধূলি আলোয় তুমি জেগে আছো
জোনাকিরা শিস দিয়ে চলে যায় গুল্ম অরণ্যে
তোমার রূপকাব্যে জ্বলে ওঠে সাঁঝবাতি

ভাল আছি ভাল থেকো


কড়ি ও কোমল

আস্কারা পেয়ে তোমার গ্রীবার নির্জনতা আঁকছি
সুগন্ধবাতাসে দোল খাচ্ছি নীলাম্বরে
পায়ের নীচে মাটি মাথার ওপরে নীল আকাশ
মাঝখানে তোমাার আনন্দ অভিধান 

আমি অনর্থ খুঁজি অর্থও খুঁজি ওখানে
সম্পূরকে গেঁথে রেখেছি আমার দুঃখবিষাদ
পূরকে সম্পূর্ণ করেছি তোমার বহ্নিজ্বালা

আমি আগুনের ব্যাখ্যা জানি না
তোমার উষ্ণতা বুঝি দাহ বুঝি ব্যথাও বুঝি বোধ হয়
দহনে বাড়িয়ে দিয়েছি আমার হৃদয়বৈরাগ্য
অন্তরাত্মার শস্যপ্রাচুর্যে শস্যবতী হোক 

আমি বিগলিত নই হবো না কখনো
তোমাতেই সঁপেছি আমার অর্জিত সন্তরণ 
আমার কলমে লিখছি তোমার জলজ গভীরতা
আমার তুলিকায় এখনও সাতরঙা তুমি রূপসী নদী

এই নির্জনে তুমি হেঁটে যাও একা একা দিকচক্রবালে
আমি ছুঁয়ে থাকি গোধূলিবেলার কড়ি ও কোমল

কবি গৌতম কুমার গুপ্ত 
সুভাষপল্লী, বেনাচিতি, দুর্গাপুর























3 Comments

  1. অপূর্ব দুটি কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবি

    উত্তরমুছুন
  2. অপূর্ব দুটি কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবি

    উত্তরমুছুন
  3. অপূর্ব দুটি কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবি

    উত্তরমুছুন