꩜ বিনির্মাণ ꩜




শুভাশিস মৈত্র🔸গান্ধী কলোনী, কলকাতা🔸



যখনই নিজেকে অতিক্রম করে ভাবতে যাই,
কিছু ক্ষত আর কিছু অভিমান যত
বাড়িয়ে দেয় হাত,
তুমি তো পেরিয়ে যাচ্ছ সব
নিঃশঙ্ক রাত।

বৃষ্টি নেবে আসে গাছের শরীর বেয়ে
গাছের আমন্ত্রণ পারে না ফিরাতে।
কী যে আনন্দ শিহরণ পাতায় পাতায়,
আমরা ভুলেছি কংক্রিটে ইঁট
কাঠ লোহার জানালায় ।

আমি তো ভুলে যাই,
দূরত্ব মাপে হারিয়ে যাওয়া কথা,
অথচ যখনই দেখি ভাঙা ডালে
কচি কচি দুটো পাতা,
যেন কাটা নাড়ীতে ছোট্ট হাতছানি,
মন বলে-ভয় নেই ভালবাসা,দেখ পেতেছি নরম
শালুক পাতাখানি।

যে পাশ দিয়ে রাস্তা গড়েছ
ফাঁক রাখনি এতটুকু,
তবু দূর্বাঘাসেরা থাকেনি থেমে,
বাড়ী ঢোকার চলার পথটি
সিঁড়ির কাছে যেখানে গিয়েছে নেমে-
কী দুঃসাহসে গজিয়ে উঠেছে
কোন বাধা না মেনে ।
আমরা পারিনা কিছুই
গরু মাঠে চরে,প্রজাপতি
ফুলে মধু খেয়ে যায়
ওরা নির্বিকার ।
ওদের তো কবিতার -
বিনির্মাণের নেই কোন দায়ভার ।।

0 Comments