៚ নিম্নচাপের ইতিহাস ៚



  শৌভিক চ্যাটার্জী🔹কালনা, পূর্ব বর্ধমান🔹



আজ সারাদিন গভীর নিম্নচাপের পূর্বাভাষ ছিলই।মফস্বল শহরটা ভিজে জবুথবু হয়ে এসেছে ।নিম্নচাপ তার আবেগ চেপে রাখতে পারে নি, ভারি হয়ে নেমে এসেছে এ শহরের বুকে ! আজ আশপাশটা কে বড় সবুজ লাগছে।গাছপালা গুলো বর্ষা স্নানে বেশ খানিকটা ধুয়ে গিয়েছে যেন ।নন্দিনী নিজের ঘরেই বন্দি।না বন্দি নয়।অনেকটা স্বেচ্ছা নির্বাসন। গভীর নিম্নচাপের রেখায় ভিতরে ভিতরে কালো হয়ে এসেছে সে।আজকাল কিচ্ছু ভালো লাগে না ওর,খালি ঘুম পায়।মনে হয় ঘুমিয়েই যদি কাটিয়ে দেওয়া যেত,বাকি জীবন টা।'আচ্ছা আর কতটা জীবন বাকি?'নিজেকে নিরর্থক প্রশ্ন করে,কখনো,উত্তর পাওয়া যাবে না এ তার জানা।মানুষ যখন নিজেকে খুঁজে পেতে উদগ্রীব,নন্দিনী হারিয়ে যেতেই চায়।
           আজ সকাল থেকেই,এক বছর আগের এক বর্ষা ভিজিয়ে যাচ্ছে ওকে।'সঞ্জয় তো জানতো,ও ছাড়া আর কেউ নেই..তবু কেন এমন করলো? কী দোষ ছিলো আমার?'ফেলে আসা দিন বড় অস্থির করছে ওকে !
                 আজ সঞ্জয়কে খুব মনে পড়ছে। ওর হাসি,ছোটো ছোটো মজা ! 'ও খুব বৃষ্টি ভালোবাসতো,বলতো তুমি না থাকলে আমি বৃষ্টির সাথে কাটিয়ে দেব জীবন,আচ্ছা ও কি তবে বৃষ্টি কেই ভালোবাসে!কতদিন ওর গলার আওয়াজটাই শুনিনি !ওর হাসিটা আজ কানে বাজছে যেন ! কেন আত্মহত্যা করলো ও ! বাইক চালানোর সময় মোবাইলে কথা বলা,এত আত্মহত্যাই !
                 কখন নন্দিনীর মা পাশে এসে বসেছে,খেয়ালই করেনি ও। মা মাথায় হাত রাখেন।
-'ও মা !কিছু বলবে ?'
-কী হয়েছে তোর!জিজ্ঞেস করছি না..শুধু বলছি..'
-'মা আজকে সকাল থেকে ও কে খুব মনে পড়ছে মা,ওর মুখটা,হাসি টা...'মায়ের কোলে ভেঙে চুরমার হয়ে আসে নন্দিনী !
-'আমারো রে !'
-'মানে ?'চমকে ওঠে নন্দিনী ।
-'প্রতিটা মেয়ের জীবনই এক একটা ইতিহাস রে,তবে সে ইতিহাসের পাতা উলটানো মানা !তোর বাবা এলো যাই খেতে দিই !



                 গল্পকার শৌভিক চ্যাটার্জী 

0 Comments