চন্দন মজুমদার🔹কলকাতা🔹
অবকাশের সময়ই কাটে না
এই অবেলায়
ক্রুশবিদ্ধ হতে থাকে
বিলম্বিত বোধোদয়।
কাজের অছিলায় কেটে গেল যে জীবন
তা কি কেবলই কর্মময়–
পেয়েছি হয়তো যথেষ্ট
কিন্তু চাইনি তো সুখ
যারপরনাই
শান্তি তবে কেন ছিটে ফোঁটা ?
ঝরে না অঝোর ধারায়।
সৃষ্টি সুখের উল্লাসে ভেসেছি বহুবার
তাই এখন মনে হয়
তঞ্চকতা করেছি নিজের সাথেই :
স্থিতধী হওয়ার সময় এবার
অবকাশ যেন সিক্ত না হয়ে পড়ে অবসাদে।
"স্মৃতি সততই সুখের"
না না
সুখের স্মৃতিটুকু বরং দানা বেঁধে ঘন হোক
অবকাশ যেন দীর্ঘায়ু না হয়
অসম্মানের খাদের কিনারে দাঁড়িয়ে।
0 Comments