মানস চক্রবর্ত্তী🔹বাঁকুড়া🔹
আমাদের সেই গল্পটা আজ শেষ
এমন ভাবছ কেন ?
হতে পারে
বিকেল আসতে আর বেশি দেরি নেই,
হতে পারে
গাব গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিল উড়ে গেল ,
হতে পারে
ইডিয়টের মতো হুজ্জোতি করিনি |
আমি এখনো দাঁড়িয়ে আছি
হাঁদার মতো - তিন মিনিট , চার মিনিট -
কয়েক ঘণ্টা ,অনেক বছর - বহুবছর...
আমি জানি
রাত্রিরও একটা সৌন্দর্য আছে
মৃতসঞ্জীবনী মন্ত্র শুধু চাঁদের কাছেই আছে
রাত্রেও ফুল ফোটে
শিউলির জীবন তুমি কিভাবে অস্বীকার করবে ?
কুয়াশার চাদর জড়ানো রাতে
কোনোদিন গেছ রূপনারায়ণের কাছে ?
শুনতে পাবে বুড়ো অশ্বত্থগাছটির নিচে
এখনও এসরাজের বিষাদ আর
রূপনারায়ণের জলে আইবুড়ো মেয়েটির
ম্লান মুখের ছবি ।
ভালোবাসার এই গল্পটাই শুধু জানি
কারণ গল্পটা এখনো শেষ হয়নি ।
0 Comments