꩜ চিতা ꩜






        হামিদুল ইসলাম🔹দঃ দিনাজপুর🔹




বেনীমাধব বেনীমাধব 
বাড়ি আছো নিশ্চয় 
দরজা খোলো 
আকাশে সাদা মেঘের বিস্তার  ।।

হিসেবের খাতা আজ ফাঁকা 
জীবন গড়ের মাঠ 
বৈশাখী শূন্যতায় ভাসে বসতবাটি
ধুয়ে যাক সব অমল বৃষ্টিতে আতঙ্কের কুলাঙ্গার  ।।

আবারও একদিন দেখা 
ধর্ষিতার রক্তে ভিজে ওঠে মোরাম রাজপথ 
বেনীমাধব পুলিশ ডাকো 
পুলিশের অবহেলা প্রতিদিন নিরপেক্ষতাহীন ।।

বিচারের তালিকায় আমার নাম 
আমি নই কুলাঙ্গার
তবু আমার নাম পুলিশের খাতায় 
জীবন এখানে রোদে ঘামে মৃত‍্যু খেলায় উন্মত্ত প্রতিদিন।।

বেনীমাধব বেনীমাধব দেখে যাও 
মৃত‍্যুহীন প্রাণ 
প্রাণের গভীরে আজ লুক্কায়িত প্রাণ
তবু লড়াই প্রতিদিন মোরাম রাজপথের জ্বলন্ত চিতায়  ।।

0 Comments