আব্দুল্লাহ পারভেজ🔸ঢাকা, বাংলাদেশ🔸
গভীর রাতে আঁধার পথে;
বটবৃক্ষের তলে ।
ভূত-প্রেতের বসবাস !
গাঁয়ের লোকে বলে ।
ভূত-প্রেতে অবিশ্বাসী,
ডরি নাকো তায় ।
অমাবস্যা রাতে তাই,
ভূতের অপেক্ষায় ।
রাতের আঁধার ঘন হয়ে
মধ্য রজনী ।
কে যেন বৃদ্ধ লোক !
হেঁটে যায় শুনি ।
ওহে কাকু খানিক দাঁড়াও;
কথা ছিলো বটে ।
কে তুমি এতো রাতে !
বটবৃক্ষ তটে ।
ভূত-প্রেত দেখবো বলে,
এসেছি হেথায় ।
কি বলো বাছা উলটপালট !
সমস্যা মাথায় ?
অযথা থেকোনা বাছা
ভূত নেই কোনো ।
কি বলেন ? লোকে বলে !
তুমি বেশি জানো ?
কাকুকে জিজ্ঞাসি,
বয়স কতো আপনার ?
এ জনমে ভূত দেখা
হবে না আমার ?
কি জানি ভূত কেমন
দেখিনি কোনো কালে
মরার পর তিনশো বছর ধরে
এই বটবৃক্ষেরই তলে !
নিমেষে বেহুশ আমি,
কি জানি কি হলো !
মায়ের চেঁচানি শুনে,
ঘুম ভেঙ্গে গেলো ।
0 Comments