প্রেমাংশু শ্রাবণের তিনটি কবিতা


একটি প্রেমের বিজ্ঞাপনে

ধরো,
আজ মৃত্যুর রাত
কাল আমার সমাধীতে ফুল দিতে যাবে--
তুমি ও তোমার মন।

ধরো,
আজ আমাদের দেখা হলো
বৈশাখ রাতের মেঘময় দুঃস্বপ্নের ভিতর
তুমি হীরের আংটি পরে বসে আছো
একটি প্রেমের বিজ্ঞাপনে।

আছি তোমার অপেক্ষায় 

ভোর হয়ে আসছে---
একটা স্বপ্ন এসে বলছে
বন্ধু, এবার ঘুমাও...
আর তোমার চুল ছুঁয়ে আসা বাতাস
বলছে---জেগে ওঠো।
ঘুম ও জেগে ওঠা---
দুটোকেই এক সঙ্গে নিয়ে
আছি তোমার অপেক্ষায়। 


বসন্তলিপি

আমাদের সব
পাতা-ঝরা প্রবণতা।
সে আসে তবু
ফাল্গুন ফিকে হয়ে যায় 
ধুঁকে ধুঁকে চৈত্র, 
মাধবীলতায় ছাওয়া 
এই যে কবিতাকুন্জ্ঞ
একদিন এভাবে 
ঝরে যাবে ঋতুহীন...


কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ

























1 Comments