কে নেবে উপহার
আনত হই তোমার উজাড় করা প্রেমে
এখন যে আহব অন্তরালের ভ্রমে
স্বপ্নে -স্বপ্নে উৎসর্গীকৃত
নরক গুলজারে প্রাত্যহিক আবৃত
কুৎসিত দিনাতিপাতের কাছেই অঞ্জলি অর্পণ।
অনেক গভীরে প্রোথিত শেকড়
কুৎসিত দুনিয়ার কালো আবরণের ভেতর
দুমরিয়ে-মুচড়িয়ে ভাঙছে আয়না
কেঁদে-কেঁদে চোখ মুছে যতই করুক বায়না
থাক ধনুরভাঙা পণ,নয় আত্মসমর্পণ।
পথ চলতি মানুষের মুখ,
দুরন্ত বেপরোয়া নিয়ম ভেঙেই সুখ
ক্রমশই ছায়াহীন বীথিকাবিহীন শবযাত্রায় সামিল
এতো সুখের সংসার, সাজানো বাগান শুধু একটা মালির অমিল
আমার আকাশে উড্ডীন মেঘবালিকাকে কাকে করি অর্পণ ?
কবি প্রবীর কুমার চৌধুরী
গড়িয়া, কলকাতা
0 Comments