"ইতিহাসকুচি"
টেরাকোটা ঘোড়াটি বলে সেদিনের কথা।
হাহারব মাটি ঘামগন্ধ চাবুকের দাগ।
গোলাপ বাগিচার পাশে রেশমি ওড়না হাঁটে।
রম্যতার সুগন্ধি আতরবাস এখনো জড়ায়।
কবুতর সুখ।বিকেলের ধ্রুপদ-বৈঠকি রেশ
আলো-আঁধারি রাতের নাচঘরে থামে।
টুংটাং জাফরানি আলো।উদাসীন ঘোড়া
সব জানে।যুদ্ধের হিংস্র তাপ কল্প-কামানের
রূপকথা সুখ।অপরূপ মিথ্যার সুগন্ধ
প্রকৃত ফুলের চেয়ে কম নয়।কৌশল-কাব্য
দুর্বলের বাঁচার ছল।নৃতত্ত্বের পাশে অলৌকিক
নদীটি জানে হারানো সভ্যতার পাশে হাজারো
শুকনো না-য়ের মালা ঘুমিয়েছে পাথরের খাঁজে।
কবি জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি,বাঁকুড়া
0 Comments