শুভজিৎ দে'র কবিতা




শব্দ আসে কানে

আমি একা। নিঃসঙ্গ।
নিঃসঙ্গতায় বেশ ভালো আছি
দিনযাপনের শব্দ এড়িয়ে চলি।

কোন সাম্রাজ্যের উত্থান,
কোন সাম্রাজ্যের পতন হচ্ছে
তা আমার উপলক্ষ্য নয় 

ষড়যন্ত্রকারীরা এক সাম্রাজ্য ভেঙে
অন্য সাম্রাজ্য নির্মাণ করছে।

আমি শব্দ এড়িয়ে চলতে ভালোবাসি
কিন্তু ভাঙা আর নির্মাণের 
প্রচন্ড শব্দ আসে কানে...


              কবি শুভজিৎ দে
                              শাশপুর, বাঁকুড়া

0 Comments