🔶 সুচন্দ্রা হালদার🔸বড় বাজার,পূর্ব বর্ধমান🔸
🍂 গুমোট দুপুরের নিঃসঙ্গ সে এক পিচগলা-রাস্তা !
একলা মনের হাত ধরে, একলাটি হেঁটে চলা..পরাজয়ের মেডেল ভরা ঝুলিটা ক্রমশই ভারী হয়ে চেপে বসছে দুর্বল কাঁধে।
স্বপ্ন সাজানো? সে তো শুরু হয়েছিল সেই ঝিম ধরা দুপুরে।
হারিয়ে গেল এসে রাতের নির্মম ক্লেদে ডুবে গিয়ে।
ফুরিয়ে গেল ক্রমশঃ ক্ষয়ে যাওয়া চাঁদের কলা'র মতো।
অমাবস্যার অন্ধকারে আঁকা হলো কিছু জল-আল্পনা বালিশের কোণে।
এ খেলা আর কতকাল? কতটুকুই বা বাকি জীবন?
কিছু তো চাই-
ভুল হোক,হোক মিথ্যে,না হয় হলো স্তোকবাক্যই।
অভিলাষী মন চাঁদে না হোক,জ্যোৎস্নায়ও কি পাবে না ঠাঁই?
কিছুটা তো চাই,সামান্য কিছু ও তো চাই!
স্বপ্ন স্রোতে ভুলের পাহাড়ের বাঁধ।
ডানাভাঙা পাখির দু'চোখের তারায় আকাশের হাতছানি।
দ্বিধা আর সন্ত্রাসে, শাখায় শাখায় না-ফোটা ফুলেদের হাহাকার।
বোঝো কি?কতটা গ্লানিতে কথারা নিশ্চুপ হয়ে থাকে বুকের অতলে?
হাসি আর গান,চলে যায় অনির্দিষ্টকালীন ছুটিতে!
বৈশাখী মেঘের আলিঙ্গনে উদাসী আকাশ।
পাখিদের ডানায় ঘরে ফেরার ঠিকানা!
শুধু ভাষাহীন এই নির্বাক অপেক্ষা আর কতদিন?
নীল অভিমানে পুড়ে একা একা আর কতটা জীবন?
কতটা পথচলা এখনও বাকি !