হৃদস্পন্দন

  • Home


  • Download

  • Social

  • Feature

  

🔶 সুচন্দ্রা হালদার🔸বড় বাজার,পূর্ব বর্ধমান🔸



🍂 গুমোট দুপুরের নিঃসঙ্গ সে এক পিচগলা-রাস্তা !
একলা মনের হাত ধরে, একলাটি হেঁটে চলা..
পরাজয়ের মেডেল ভরা ঝুলিটা ক্রমশই ভারী হয়ে চেপে বসছে দুর্বল কাঁধে।

স্বপ্ন সাজানো? সে তো শুরু হয়েছিল সেই ঝিম ধরা দুপুরে।
হারিয়ে গেল এসে রাতের নির্মম ক্লেদে ডুবে গিয়ে।
ফুরিয়ে গেল ক্রমশঃ ক্ষয়ে যাওয়া চাঁদের কলা'র মতো।
অমাবস্যার অন্ধকারে আঁকা হলো কিছু জল-আল্পনা বালিশের কোণে।
এ খেলা আর কতকাল? কতটুকুই বা বাকি জীবন?
কিছু তো চাই-
ভুল হোক,হোক মিথ্যে,না হয় হলো স্তোকবাক্যই।
অভিলাষী মন চাঁদে না হোক,জ্যোৎস্নায়ও কি পাবে না ঠাঁই?
কিছুটা তো চাই,সামান্য কিছু ও তো চাই!

স্বপ্ন স্রোতে ভুলের পাহাড়ের বাঁধ।
ডানাভাঙা পাখির দু'চোখের তারায় আকাশের হাতছানি।
দ্বিধা আর সন্ত্রাসে, শাখায় শাখায় না-ফোটা ফুলেদের হাহাকার।
বোঝো কি?কতটা গ্লানিতে কথারা নিশ্চুপ হয়ে থাকে বুকের অতলে?
হাসি আর গান,চলে যায় অনির্দিষ্টকালীন ছুটিতে!

বৈশাখী মেঘের আলিঙ্গনে উদাসী আকাশ।
পাখিদের ডানায় ঘরে ফেরার ঠিকানা!
শুধু ভাষাহীন এই নির্বাক অপেক্ষা আর কতদিন?
নীল অভিমানে পুড়ে একা একা আর কতটা জীবন?
কতটা পথচলা এখনও বাকি !



  📒 অণুগল্প:




           🖋চয়ন কুমার রায়🔹পূর্ব বর্ধমান🔹


ꗇ মধ্য রাতের ঘন অন্ধকারে নির্জন অলিগলি দিয়ে সন্তর্পণে অঞ্চল সভাপতির বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় মধু মিস্ত্রি।ডানদিকের ঘরটাতে আলো জ্বলছে। খোলা জানালা দিয়ে দেখতে পেল,ভিতরে সভাপতি ছাড়া আরো দু'জন বসে।এটা বৈঠকখানা কাম অফিস।মধু সাহস করে এগিয়ে দরজায় মৃদু টোকা দেয়।ভিতরের মানুষগুলো সতর্ক হয়ে যায়।সভাপতি জিজ্ঞাসা করে, "কে? "
মধু চাপা গলায় জবাব দেয়,"আমি মধু। "সভাপতি বিলাসকে বলে,"যা দরজাটা খুলে দে। " 
অভ্যাসবশতঃ বিলাসের ডান হাতটা পকেটে চলে যায়।মধু হুড়মুড় করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আকস্মিক আঘাতে কিংকর্তব্যবিমূঢ় মানুষের মতো বলে,"এটা কী হলো !তোর কথাতেই কেজি পিছু দু'শ গ্রাম করে চাল কম দিলাম।আর তুই -ই কীনা সেটা মানুষের কাছে ধরিয়ে দিলি! "
সভাপতি গোঁফের ফাঁক দিয়ে হেসে বলে, "রাজনীতিটা আমি করি রে মধু।রেশনের চাল আমার ছেলেরা বিলিয়ে দিয়েছে। এবার তুই পঞ্চাশ বস্তা চাল মানুষের সংকটকালে সাহায্য করবি।কাল তোকে বিলাস গাঁয়ে ফিরিয়ে আনবে। আমি সবাইকে বলে দেব, তুই প্রায়শ্চিত্ত করতে চাস।অনেক  তো খেয়েছিস,এবার কিছু বের কর। এখন যা,পালা। "

পিঙ্কু চক্রবর্তী

ভালোবাসার রং বুনেছি,
রং বুনেছি সফর কথার।
ছবি-ঘরে তুলির টানে যে ব্যথা আঁকি-
সে ব্যথা আমায় আঁকড়ে বাঁচে সর্বক্ষণ,
ছবির সাথে এই সম্পর্ক যেন ব্যথা পারাপারের বসবাস।
ভাঙা ডালে বসা পাখিটাও বোঝে না গাছের ব্যথা,
সে সুখ বোঝে।
তাইতো সুখ কেবল পাখি হয়ে উড়ে যায়, ধরা দেয় না।
       


    🔵মৌসুমী ব্যানার্জি🔸কালনা গেট,পূর্ব বর্ধমান🔸 


🔰একটুকরো মেঘ আকাশের বুকে আনমনে ছিল,
দুরন্ত বাজপাখি উড়তে উড়তে,
ভেবে ছিল তার চঞ্চুর আঘাতে,
চূর্ণবিচূর্ন করে দেবে,
জমাট বাঁধা মেঘের সুন্দর রূপকে,
মেঘ সেদিন শুনে নীরবেই হেসেছিল।
আর ভেবে ছিল-
বাজপাখির ডানায় এতো তো জোর নেই যে সে 
মেঘের কাছে পৌঁছাতে পারে।
মেঘ তাই হেসেই বলেছিল,
বাজ,তোমার চঞ্চু ভিজিয়ে দেবো।
বৃষ্টির জলে তোমায়,
স্নান করিয়ে দেবো।
তোমার চঞ্চুকে স্নিগ্ধ করে দেবো ।
মেঘ আরো বলেছিল--
বাজ,মেঘকে তুমি ছুঁতে ও পারবেনা
মেঘই তোমায় শীতল স্নাত করবে।।
     
       
       

🖋মধুমিতা পিরি🔸বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান🔸


🌈মন্দির নেই,মসজিদ নেই
আছে শুধুই হাসপাতাল
লক্ষ জনের সর্বনাশ
কোটি মানুষ হয়েছে কাঙাল
কোথায় তুমি দেব-দেবী?
কোথায় আলাহ-যীশু তুমি?
চুপ কেন আজ?চাইছো কি
মানব জাতির ধ্বংস কি?
ওহে করোনা জীবাণু
শুনে রাখো  তুমি
যদি থাকে বিজ্ঞান
বাঁচবে অসংখ্য প্রাণ।
লড়াই এখন কীট-মানুষে
ভ্যাকসিন-এ হবে জিত নয় বিষে।
              
   

🖊তাপস চৌধুরী ♠ লাভপুর,বীরভূম ♠ 



🌈অভিশাপ দাও,কেটে ফেলো-
তার পর দ্যাখো কি এমন পেলে !
অন্তত তোমার চোখের সামনে দাঁড়ায়
পাথরের দেবতার মতো কম কী ?
নদী যদি ধর্ম বদলে হয় স্থির
আর পাহাড় নেমে আসে সমতলে-
তখনও তারা পৃথিবীর ।
এভাবেই বসন্ত পার হবো আলগোছে
তুমি ঘরে ফিরবার পথ বলে দিও
আরো দুটি চোখ আমার অপেক্ষায়
অক্লান্ত জেগে আছে ।
                          
            হস্তমৈথুন ও প্রিয় গণতন্ত্র
                     আশীষ মাহাত

প্রিয় গণতন্ত্র, আমি চুপচাপ শুয়ে আছি তোমার পায়ের নিচে একা ।। এঁটোকাঁটা খাচ্ছি,আপনি বললেই আমি ঘেউ ঘেউ ডাক শুরু করছি ।।
নোংরা জামা কাপড় পরছি,পোকামাকড়ে গিজগিজ করে ওঠা সাম্রাজ্যে ।।
বিশ্বাস করুন ধর্ম অবতার এসব ছেড়ে পালাতে চাইছি
অনেক দূরে ।।
প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের
নায়ক কিংবা জীবনানন্দ দাশের মতো প্রকৃতিক
প্রেমিক হয়ে ।।
তবু বারংবার আপনার তৈরি বৃত্তের 0 Gravity তে পড়ে যাচ্ছি ।।
ততবার একদল মাছি আর গতজন্মের পাপ ছুঁটে আসছে আমাকে লক্ষ্য করে ।।
আর আমি ভয়ে ভয়ে বাথরুমের দরজা
লক করে,
হস্তমৈথুন করছি আত্মার নিঃশর্ত মুক্তির  জন্য । । 


🔴 শ্রাবণী গুপ্ত🔸তারাবাগ আবাসন,পূর্ব বর্ধমান🔸


🔰 রাস্তাগুলো মধ্যিখানেও একা
ঠিক যে ভাবে দ্বিধাগ্রস্থ দিন
দু'পাশে সেই আগের মতোই ধূলো
বাড়ছে কেবল তোমার আমার ঋণ

নেই কিছু নেই ডাইনে কিংবা বাঁয়ে
দরজাগুলো আজও তেমন বন্ধ
ঝড়ই কেবল মিশিয়ে দিতে পারে
তোমার আমার পুরোনো সেই গন্ধ


রাস্তাগুলো মধ্যিখানেও একা
রোজনামচার একলাতে দমবন্ধ
ঘুম আসে না, একলা প্রেমিক জানে
হাত বাড়ালেই বাড়বে যে আজ দ্বন্দ্ব


নেই কিছু নেই প্রাপ্তি কিংবা যাওয়ার
থেমেই আছে না ফুরোনোর দিন
মন চলে যায় অনেক দূরে, তবু
প্রেমিক জানে অপেক্ষাতেই দিন।

📌জয়দেব মণ্ডল🔹রেনেসাঁ টাউনশিপ,পূর্ব বর্ধমান


নগর -প্রান্তর , সমুদ্র - পাহাড় 
ঘুরেছো অনেক -
গ্রহ হতে গ্রহান্তরেও 
তোমার তো অবারিত দ্বার, 

শুধু নেশায় ঘুরেছো এতোদিন 
পেয়েছো কি কিছু? 
কোনোদিন  দেখেছো কি খুলে 
হিসেবের খাতা। 

থাক্, সময়  থমকে গেছে আজ 
থেমে গেছে জীবনের চাকা 
বসে থাকো আপন ঘরের কোণে 
পরিবার সাথে থাকো আরো কিছুকাল । 

হয়তো আবার ঘুরবে চাকা 
দুনিয়া সচল হবে  
তখন না হয় মঙ্গলে যেও
সবার তরে 
সুখের চাবি আনতে । 

সেদিনের অপেক্ষায় আরো কিছুদিন 
ঘরেই  হবে  থাকতে।

📌নীলাঞ্জনা সাহা🔹টিকরহাট,পূর্ব বর্ধমান🔹


🔰তোমায় আমি খুঁজবো কেন তুমি তো আমার অন্তরে
যেখানেই যাই তুমিও তো যাও আমার এই হাতটি ধরে।
সেদিনের সেই বরষার দিনে চাহিনু মোরা তৃষিত নয়নে
হাতে হাত রেখে কয়েছিনু মোরা এক প্রাণ হয়ে থাকবো দুজনে।
দূরে যাই কভু যেথা থাকি মোরা, রবো না কো কোভু তফাতে
সপ্নের বাসা করিব রচনা স্বর্ণ বাসরে আসন পাতিয়া।
সফল করিবো ভালোবাসা মোরা আরতী করিব প্রেমেরে
ব্যাকুল হইয়া আকুল হৃদয়ে প্রার্থনা করি প্রেমে রে।
ব্যর্থ হইলে কাঁদিবে আকাশ, কাঁদিবে বাতাস অন্তরে
যাবার বেলায় শুধায় কালারে, আমারে  কেন আড়ালে।
নিয়ে চলো সখা তুমি যেথা যাও, তব রাধা যে বিরহে কাতর
কালা হেসে কয়, ছেড়ে নাহি যাই তুমি আর আমি কভু নাকি দূর
একই অঙ্গে করি মোরা বাস ,মিলেমিশে একাকার।


  

📙শান্তনু শ্রেষ্ঠা▶পূর্ব বর্ধমান◀



🌈মুহূর্ত অনন্তকাল হলে নুয়ে পড়া স্মৃতির পাশে ফিরে আসে ঘুম । উদাসী বিকেল অস্পষ্ট হয়ে যায় বহুদূর ।এভাবে একদিন আমাকেও আততায়ী বাতাস পেরিয়ে চলে যেতে হয় ! দিগন্ত পেরিয়ে ফিরে যাই যে যার ব্যক্তিগত গদ্যের কাছে । টের পাই আমার চলে যাবার পথে এখন আর নিজস্ব নেই কেউ ! বিষাদের মধ্যেও মৃত্যুই মৌলিক আর বাকী সবটাই দূরত্ব । শুধু অন্ধকার পেরিয়ে হেঁটে যাওয়া আরো এক অন্ধকারের দিকে ।আমি যেখানে একা,মৃত্যুর মতই একা ।

নবীনতর পোস্টসমূহ হোম

ব্লগ সংরক্ষাণাগার

  • আগস্ট (3)
  • জুলাই (22)
  • জুন (8)
  • নভেম্বর (15)
  • অক্টোবর (5)
  • সেপ্টেম্বর (81)
  • আগস্ট (66)
  • জুলাই (55)
  • জুন (56)
  • মে (57)
  • এপ্রিল (46)
  • মার্চ (15)
  • জানুয়ারী (14)
  • ডিসেম্বর (73)
  • নভেম্বর (103)
  • অক্টোবর (97)
  • সেপ্টেম্বর (101)
  • আগস্ট (120)
  • জুলাই (88)
  • জুন (76)
  • মে (63)
  • এপ্রিল (11)

🔴বিজ্ঞপ্তি:

পাঁচ মাসের বিরতি কাটিয়ে আবার ও ফিরছি আমরা। খুব শীগ্রই আসছে আমাদের প্রত্যাবর্তন সংখ্যা।

অনুসরণ করুণ

এক মাসের সর্বাধিক পঠিত পোস্টগুলি:

  • শেষ শোকসংগীত ~ গোবিন্দ মোদকের কবিতা
  • দুটি কবিতায় ~ গৌতম কুমার গুপ্ত
  • ব্রাত্য ~ বিদ্যুৎ মিশ্র'র কবিতা
  • দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প
  • আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা
  • গুচ্ছ কবিতায় ~ অসীম মালিক
  • সুমিত রায়ের গল্প
  • সে প্রেম পবিত্র~ প্রেমাংশু শ্রাবণের কবিতা
  • সুব্রত মাইতির কবিতা
  • তিনটি কবিতায় ~ রাগীব আবিদ রাতুল

বিষয়সমূহ

  • Poetry speaks 2
  • অণু কথারা 21
  • আবার গল্পের দেশে 8
  • উৎসব সংখ্যা ১৪২৭ 90
  • একুশে কবিতা প্রতিযোগিতা ২০২১ 22
  • এবং নিবন্ধ 3
  • কবিতা যাপন 170
  • কবিতার দখিনা দুয়ার 35
  • কিশলয় সংখ্যা ১৪২৭ 67
  • খোলা চিঠিদের ডাকবাক্স 1
  • গল্পের দেশে 17
  • ছড়ার ভুবন 7
  • জমকালো রবিবার ২ 29
  • জমকালো রবিবার সংখ্যা ১ 21
  • জমকালো রবিবার ৩ 49
  • জমকালো রবিবার ৪ 56
  • জমকালো রবিবার ৫ 28
  • জমকালো রবিবার ৬ 38
  • দৈনিক কবিতা যাপন 19
  • দৈনিক গল্পের দেশে 2
  • দৈনিক প্রবন্ধমালা 1
  • ধারাবাহিক উপন্যাস 3
  • ধারাবাহিক স্মৃতি আলেখ্য 2
  • পোয়েট্রি স্পিকস 5
  • প্রতিদিনের সংখ্যা 218
  • প্রত্যাবর্তন সংখ্যা 33
  • প্রবন্ধমালা 8
  • বিশেষ ভ্রমণ সংখ্যা 10
  • বিশেষ সংখ্যা: আমার প্রিয় শিক্ষক 33
  • বিশেষ সংখ্যা: স্বাধীনতা ও যুবসমাজ 10
  • ভ্রমণ ডায়েরি 1
  • মুক্তগদ্যের কথামালা 5
  • রম্যরচনা 2
  • শীত সংখ্যা ~ ১৪২৭ 60

Advertisement

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.

মোট পাঠক সংখ্যা

লেখা পাঠাবার নিয়মাবলী:

১. শুধুমাত্র কবিতা, মুক্তগদ্য অথবা অণুগল্প পাঠাবেন। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্যান্য বিষয়ক লেখা সম্পূর্ণ আমন্ত্রিত। ২. লাইনের কোনো সীমাবদ্ধতা নেই। ৩. লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাবেন। ৪. লেখা মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। অন্য কোনো ব্লগ, ওয়েবজিন অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত লেখা পাঠাবেন না। ৫. মেইলে আপনার লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত, কথাটি উল্লেখ করবেন। ৬. লেখার সাথে আবশ্যিক ভাবে এক কপি ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা পাঠাবেন।  ৭. লেখা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো উত্তর না এলে লেখাটি অমনোনীত ধরে নিতে হবে। ৮. আপনার লেখাটি প্রকাশ পেলে তার লিঙ্ক শেয়ার করাটা আপনার আবশ্যিক কর্তব্য। আশাকরি কথাটি আপনারা মেনে চলবেন। আমাদের মেইল- hridspondonmag@gmail.com
blogger-disqus-facebook

শান্তনু শ্রেষ্ঠা, সম্পাদক

আমার ফটো
পূর্ব বর্ধমান, India
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

সাম্প্রতিক প্রশংসিত লেখা:

সুজিত রেজের কবিতা

সুজিত রেজের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

হৃদস্পন্দন ম্যাগাজিন

© হৃদস্পন্দন ম্যাগাজিন। শান্তনু শ্রেষ্ঠা কর্তৃৃক পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত।

Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates