তুমি ভাল থেকো
'আমার সকল দুখের প্রদীপ',
তোমাকেই জ্বালতে হবে!
সাঁঝবাতির আলোয় আমার পছন্দের রঙের শাড়িতে,
প্রদীপের তাপ নিয়ে তুমি পূজারিণীর বেশে থাকবে!
চোখের জলে নয়,আমার একরাশ ভালবাসার সৌরভে 'তুমি রবে নীরবে '!
নীরবতা হোক তোমার মন্ত্র,
আমি কান পেতে শুনব তোমার নূপুরধ্বনি!
শুনব ঘনঘন তপ্ত নিঃশ্বাসের অর্থবহ শব্দ!
'যদি আর কারে ভালবাসো,
যদি আর ফিরে নাহি আসো'-
তবে এক ঝরাপাতা যত্নসহকারে দিয়ে যেও-
আমি সেথায় লিখে রাখব,
"আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো '!
আসলে তুমি ডাক দিয়েছ কোন্ সকালে '-
কেউ না জানলেও, আমি তো জানি !
তুমি ভাল থেকো !
কবি বিশ্বজিৎ কর
২৭২, শ্রীপুর, কলকাতা
0 Comments