
নির্নিমেষ, ট্রাম ফিরে গেলেও
ট্রাম ফিরে গেছে আর
উলু ধ্বনির মতো শব্দেরা বসে থাকে চাদর মুড়ি দিয়ে
মাছের আঁশের মতো জমাট জন জোয়ার ফিকে হয়েছে
আমরাও ফিরে গেছি কোনো উদাসী বাতাসে পিঠ পেতে
সেই দিনের সুন্দরী মেঘ আর তুমি তুলনায় চুল উড়িয়ে দিতে আকাশে
বাকি থেকে গেছে আমাদের কথা
কিছু মানুষের মতো যাদের স্টেশনে ফেলে গেছে ট্রেন
তবে আজও সকাল সন্ধ্যাগুলো নির্নিমেষ দাঁড়িয়ে থাকে
বারান্দার বনসাই ছিটিয়ে দেয় তোমার খবর আর
প্রাচীন ঢেউ চৈত্র বিকেলের
সিঁদুরের টিপ পড়ে তুমি আজও উঁকি দাও,উড়ালপুলের স্মৃতির আকাশে
1 Comments
সিঁদুরের টিপ পড়ে নয় পরে
উত্তরমুছুন