অভীক মুখার্জ্জী'র দুটি কবিতা
ফেরা টা শব্দময়
প্রতিদিন ফিরে আসি না ফেরার কাছে।
যত নৈঃশব্দ্য জমা ছিল মুঠো ভরে,
একে একে মরে গিয়ে সশব্দ ছিটকিনি খোলার শব্দে
হারিয়ে ফেলেছিলাম কফিনে মাটি ফেলার স্মৃতি।
প্রাপ্য
অসম্পূর্ণ পথে নেই উন্মত্ততার পুঁজি
ফিরে গেছি বারবার পূর্ণতার লোভে।
চেনা ছকে দিগভ্রান্ত হয় রুটিরুজি
ফিরে গেছি বারবার পূর্ণতার লোভে।
চেনা ছকে দিগভ্রান্ত হয় রুটিরুজি
বারবার পুড়ে যাই গন্তব্যের ক্ষোভে।
কবি অভীক মুখার্জ্জী
আড়িয়াদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ
0 Comments