প্রিয় অন্ধকার ~ মুক্তি দাশের কবিতা


প্রিয় অন্ধকার 
মুক্তি দাশ 

অন্ধকার ভালোবাসি
তাই নিকষ রাত্রি আমার প্রিয়
সবাই ছেড়ে চলে গেলেও
হে তিমির রাত্রি, তুমি আমাকে 
কখনো একা হতে দাওনি
তোমার অন্ধকার 
একাকীত্ব বুঝতে দেয়নি... 
হয়তো আমার দোসর হয়েই
থেকে যাবে সারাটা জীবন 
আমিও তোমাকে নিয়েই জীবনটা 
কাটাতে চাই...কাটিয়ে দিতে চাই

কিন্তু একটা শর্তে...
হে রাত্রি, ভোর হওয়ার বদভ্যাসটা
এবার ছাড়তে হবে তোমাকে !

কবি মুক্তি দাশ 
১৩৫, অঘোর সরণী, রাজপুর, কলকাতা























0 Comments