দুটি কবিতায় ~ হীরক বন্দ্যোপাধ্যায়


হীরক বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা

ধনুর্বাণ

একটি দুটি করে ঝরে পড়ছে বকুলপাতা দিনকেদিন
আমার জন্মদিনের মহামূল্য উপহারগুলি
কেউ না কেউ এসে আমার সামনে গুছিয়ে রাখছে
রঙ ঝলমলে কাগজগুলি
আজ রাত্রিতে তুমুল খাওয়াদাওয়া
আমোদ হবে খুব...
তবু আমার মনে সুখ নেই
ভালোমন্দ সব চক্রান্তকারীদের নখদন্তহীন মুখচ্ছবি
কেন যে ভেসে আসছে মুহূর্মুহূ
এতদিন পরেও ভুলতে পারছি না
কে কখন কীভাবে আমায় কাচি করে দিয়েছিল
ভুলতে তো চাই সমূলে কিন্তু
নীল ঝাঁপি খুলে বেরিয়ে আসছে বিষহরি
নিরন্তর নজরদারি,শব্দ করে ফোঁসফোঁস...

আদিগন্ত ভস্মস্তুপ ফেলে যায় যে অপমান
মনে পড়ে সেকথাও
মানুষ ভালবাসা ভুলে যায় অপমান ভোলেনা কখনো
বোধবুদ্ধিহীন সবকিছু 
থমকে যায় সুবাতাস, উপত্যকা অটোগ্রাফ
লাল ডায়রি ডটপেন
আলোকঝঙ্কৃত ধনুকের ছিলা...

স্বপ্নবীথিকা

বাইরে থেকে যে সংকেতকে দেখা যায় না
তুমি তাকে বাহুতে,আঙুলে ধারণ করো
সুন্দরী নারীদের হাত থেকে ছিটকে পড়া
করমচা তারপর একে একে নিজেদের নাম
উজ্জ্বল অক্ষরে লিখে রাখো
হে আমার বিগলিত পিয়ানো
স্বপ্নবীথিকা,নিঃশ্বাসের বায়ু সুদূরে হারিয়ে যাওয়া
রেলপথ...দুহাত জড়ো করে আজ বলো
ও আমার একমাত্র দয়িত
ও আমার সুবর্ণরেখা আমার উল্লাস আমার প্রাণ

চিহ্নিত করো,বাইরে থেকে যে সংকেত দেখা যায় না
যখন তোমার পায়ের তলায় কোনও মাটি নেই
তবু যে আমরা আভিধানিক চাঁদে পৌঁছাবো
কোনোনা কোনো একদিন
তার জন্যই এত আয়োজন,ভুলভ্রান্তি
এত মুখরতার লক্ষণ...

কবি হীরক বন্দ্যোপাধ্যায় 
মালঞ্চ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান








0 Comments