দুটি কবিতায় ~ সুদীপ্ত বিশ্বাস


সুদীপ্ত বিশ্বাসের দুটি কবিতা 

কাঁটাতার

আমরা পাখিরা উড়ে যাই কতদূরে
কত দেশ-গ্রাম ইয়ত্তা নেই তার
মানুষেরা শুধু ঝগড়া-বিবাদ করে
মানুষের শুধু দেশভাগ কাঁটাতার।
আমরা নদীরা বয়ে যাই কত দূরে
পাহাড়ের থেকে দূর সাগরের পার
মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে
মানুষের শুধু দেশভাগ কাঁটাতার।
আমরা আলোরা সূর্যের থেকে এসে
ভেদাভেদ ভুলে ঘোচাই অন্ধকার
মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে
মানুষের শুধু দেশভাগ কাঁটাতার।
আমরা মেঘেরা হাওয়ার ডানায় ভেসে
কত পথ চলি হিসেব থাকে না তার
মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে
মানুষের শুধু দেশভাগ কাঁটাতার।
মানুষেরা কেন কাঁটাতার ভালোবাসে?
হিংসা বা দ্বেষে কেন যে বিবাদমান!
কেন যে শেখেনি ভালোবেসে বেঁচে থাকা,
নদী বা বাতাস,মেঘ-পাখিদের গান।

মানুষ হওয়া 

যিনি আল্লা, তিনিই তো গড, তিনিই ভগবান ? 
তাহলে ভাই কীসের হিন্দু, কীসের মুসলমান ? 
কীসের তোদের দ্বন্দ্ব বিবাদ, কীসের তোদের যুদ্ধ?
সত্যি যদি অভিন্ন হয় আল্লা-হরি-বুদ্ধ।
কীসের কোরান, কীসের গীতা,কীসের ত্রিপিটক? 
কীসের এত দ্বন্দ করিস,কীসের বকমবক?
কীসের তোদের ধর্মযুদ্ধ, কীসের তালিবান? 
অন্ধ তোরা ভণ্ড তোরা তাই বিভেদের গান।
তোর গায়ে কী সবুজ রক্ত, ওর গায়ে কী নীল?
তবু তোরা ছুঁড়িস কেন এ ওর গায়ে ঢিল?
বকধার্মিক ভন্ড তোরা সব ধরেছিস ভেক
নর্দমাতে ধর্ম ছুঁড়ে মানুষ হতে শেখ্।

কবি সুদীপ্ত বিশ্বাস 
রানাঘাট, নদীয়া, পশ্চিমবঙ্গ

















0 Comments