কৌতুক হাসি
লক্ষ্মণ দাস ঠাকুরা
মুখস্থ জীবনের ভুলগুলো স্তূপ হতে হতে আজ পাহাড়।
আমাকে চিৎ কিংবা উপুড় যাই করো
বুক চিরে দেখো কোথায় লুকানো তোমার প্রেম নদী।
তোলপাড় করার সেই ঢেউ হাবুডুবু উথাল পাথার।
সেদিন সাঁতারের অক্ষমতাকে তুমি বলেছিলে- লিপ্সাময়ীর দিশাহীন গান।
ঘুম না আসা রাতে ঠোঁট ফোলা কান্নায়
অভিমানী চোখ ফেলেছিল অশ্রু।
পাল্লা খোলা অহংকারী জানালা বেয়ে
পিঠচাপড়ানি নিষ্পাপ স্বপ্নেরা
শীতল হাওয়ায় উল্টানো হৃদয় ছুঁয়ে ফিরে গিয়েছিল।
তবুও আমার বাগানে পাপড়ির ঠোঁটে লেগে আছে এখনো কৌতুক হাসি।
0 Comments