বাঁক
পলাশ দাস
পাহাড়ে পাহাড় হাত ধরাধরি করে আছে
মাঝেমধ্যে মাথা তুলেছে
কলকাতার উঁচু বাড়ির মতো কয়েকটি চূড়া
তাদের ইশারা সূচক শরীরের পিছনে আলো নিভে যায়
আলো নিভে গেলে পথ জুড়ে বৃষ্টি
বৃষ্টি হলেই নিজেকে দেখতে পাই
বেড়ে ওঠা অগোছালো ঘাসে ফড়িং
এই পাহাড়ের ঢাল বেয়ে যেতে যেতে দেখি
তাদের ডানায় বালক রোদ
আলো নিভে যাওয়া, বৃষ্টি
এসব ভুলিয়ে দেয় ডানার রোদ
মেঘের গায়ে আঙুল ডুবিয়ে ছবি আঁকি
আর সাজিয়ে দিই
পাহাড়ের ইশারা সূচক শরীরের গায়ে
0 Comments