কেড়ে নিল ~ চিত্তরঞ্জন গিরির কবিতা


কেড়ে নিল 
চিত্তরঞ্জন গিরি 

এখন আর চুড়ির শব্দ পাওয়া যায় না
ঝরা বকুল এখনো ঝরে।
ঠিক যেমন চল্লিশ টা বছর ঝরে গেছে।
সেদিন ঝরা বকুলের তলায় চুড়ি গুলো মল্লিকার পাপড়ি সাজিয়েছিল।
এখন অ্যান্ড্রয়েডের স্বৈরাচারীতা। ঝাঁ-চকচকে রাজপথে আধুনিকতার উত্তরণ।
ভীরু ভীরু কাঁপা ঠোঁট,,,,, উঁকি মারা চাঁদ।
আজকে ইউটিউব ফেসবুক সব কেড়ে নিল।
এখন হলুদ বসন্ত যেন "তড়িৎ চালিত" আবেগহীন আসন।

কবি চিত্তরঞ্জন গিরি
পঞ্চসায়র রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ








0 Comments