দুটি অণুগল্প ~ সিদ্ধার্থ সিংহ


সিদ্ধার্থ সিংহ'র দুটি অণুগল্প 

তানিয়া

প্রেমিকটি ভীষণ উদ্বিগ্ন। সারারাত ঘুমোতে পারেনি। শুধু ছটফট করেছে। কিন্তু তানিয়ার যে খবর নেবে সে উপায় ছিল না। কারণ তানিয়ার ফোন বন্ধ।  তাই থাকতে না পেরে সকালের আলো ফোটার আগেই ফোন করল তানিয়াকে---কাল যে তোমার বুকে ব্যথা করছিল, এখন কেমন আছ? ডাক্তার দেখিয়েছ?

তানিয়া বলল, হ্যাঁ।

সঙ্গে সঙ্গে প্রেমিকটি বলল, ডাক্তার কী বললেন?

তানিয়া বলল, উনি দেখেই বললেন, ওয়াও...

ওই সব

ছেলেটি চিন্তিত হয়ে মেয়েটিকে বলল, কি গো, তোমার কথা মতো আমি যখন তোমার সঙ্গে এই সব করি, তখন তো ওই মাটির ভাঁড়ে দশ টাকা করে ফেলি। তা হলে এতগুলো একশো টাকার নোট এল কোথা থেকে?

মেয়েটি বলল, সবাই কি আর তোমার মতো কিপটে?

সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
২৭/পি, আলিপুর রোড, কলকাতা




1 Comments