অশ্রুদিনের কবিতা ~ অশোক কুমার দত্ত


অশ্রুদিনের কবিতা
অশোক কুমার দত্ত 

ফেরার ডাক এলেই শোনো কী তুমি অচিন ঘুঙুর?
মেঘাবৃত আকাশের নিচে ভেঙে পড়েছে রোদন মুখর  কলকাতা! 
রুমালে রুমাল রেখে খেলা করে চলে যায় বেভুল দুপুর!
ছিমছাম পারঘাটার শুনশান বিকেলে আনমনে বসে আছি একা!
একটু পরেই হয়তো বা নামবে সন্তুপ্ত দিনের পরিশ্রান্ত  সন্ধ্যা! 
আমার কবিতা মানেই প্রেম - ভালোবাসা  বিরহ অথবা ঘৃণা! 
যেভাবেই তুমি ডাকো--আমি আর কবিতা নিয়ে ফিরছি না!

কবি অশোক কুমার দত্ত 
১নং ঠাকুরপুকুর রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ 





















0 Comments