অশান্ত কথামালা ~ শান্তনু গুড়িয়ার কবিতা


অশান্ত কথামালা 
শান্তনু গুড়িয়া

যৌবন বনে মনপাখি উড়ুক কুড়ুক করে
ডুবে যায়, ভেসে যায় একা একাই
জল ফোটে সোঁ-সোঁ, সাঁই-সাঁই ছোটে
                            কল্পনার গাড়ি
অজানা জগতে দেয় পাড়ি। 
নিভাঁজ সৌন্দর্যে শাড়ি
শিল্প-সুষমায় আমি চিরন্তন সৌন্দর্য শিকারী
আদপে ভিখারি --- ঋজু চলনে ও গমনে
প্রেম-প্রতিজ্ঞা-প্রণয়াকাঙ্ক্ষার 
             দক্ষ কারবারি !

কবি শান্তনু গুড়িয়া 
বেড়াবেড়িয়া, বাগনান, হাওড়া 



0 Comments