ফেলে আসা নুড়ি ~ কাঞ্চন রায়ের কবিতা


ফেলে আসা নুড়ি
কাঞ্চন রায় 

নুড়িগুলো পাহাড় থেকে গড়িয়ে গেল নদীর বুকে,
আমি মোহনায় গিয়ে খুঁজেছি—
চোরাবালি বললো সাগর জানে
সাগর দিলো মাছেদের দোষ
মাছ অভিমানী পেট কেটে দিলো— মেলেনি হদিস!

আমি আজও জানি না, তারা
সেখানেই দাঁড়িয়ে আছে— নদীর জলে;
শ্যাওলা মাখা দেহ তাদের
নদীর সাথে যায় নি সঙ্গমে।

আমি আজও জানি না, তারা দাঁড়িয়ে আছে
সেই পাহাড়ের গা বেয়ে চলা, নদীটির জলে—
ঠিক সেইখানে...

কবি কাঞ্চন রায় 
পশ্চিম ডহরথুবা, হাবরা, উত্তর ২৪ পরগনা

















0 Comments