ট্যুরিস্ট ~ সমাজ বসুর কবিতা


ট্যুরিস্ট
সমাজ বসু 

তোমাকে পড়ার কোন ইচ্ছে আর নেই,
প্রথম কিছু পাতায় সেই সরল গ্রামের মেঠোপথ--
পথের ধারে পুকুর-বারান্দায়  হাঁসেদের পায়চারি
কিংবা ধুলো কুড়ানো শৈশবের হৈচৈ পড়ার পর---
এখন পাতা ওল্টালেই জটিল শব্দের ছড়াছড়ি--- বিচিত্র সংলাপ।
বিষয়ও ঘুরে গেছে অন্যদিকে। তুলে রাখি।

তোমাকে পড়ার কোন আগ্রহ আর নেই,
শুধু চোখ রাখি জনৈক ট্যুরিস্টের মত ---
কোন প্রাচীন গুহার দুর্বোধ্য প্রস্তরলিপি পড়া হয় না কিছুতেই।

কবি সমাজ বসু 
 মিলন পার্ক, গড়িয়া, কলকাতা



1 Comments