꩜ পরিত্যক্ত মেঘলা চিঠি ꩜







     ⍜ রূপক চট্টোপাধ্যায়🔸রানিবাঁধ,বাঁকুড়া🔸



আমি তোমার তর্জনীর কাছে নয়
এই  জোৎস্না ভেজা বর্ণমালার কাছে
নতজানু নিয়মই মুগ্ধ পরিব্রাজক !

ক্ষয়িষ্ণু ফুসফুসের ভেতর 
শত ময়ূরীর শ্রাবণ সঞ্চার আমি জানি। 
লঘু হয়ে আসে চন্দ্র চোখের নীচে 
আঁধার উপত্যকা পেরিয়ে
সকালের খামে মোড়া 
ধানক্ষেতের চিঠির আমিই কুয়াশা পিওন ! 

তোমার খেয়াল খুশির সন্ধি প্রস্তাব ছিঁড়ে 
এ সমুদ্র আমায় যে উচ্চারণ শিখিয়েছে 
আমি তার সব ঢেউ মাখা বুকের নাচনে
কবীরের দোঁহা মুখর মিনার তুলেছি ! 

আমি তো উড়ান বালক, বাউণ্ডুলে 
দুপুর থেকে চাতক তৃষ্ণা মেখে
ঘরে ফিরে লিখে ফেলি
হ্রদ আর হৃদয় কাহিনী ! 

উপেক্ষিত নৌকা ভ্রমণ নিয়ে
আমার চলে যাওয়া জলে
যে মরুরেখা এঁকে যাবো। জানি
তুমি হয়তো কোনোদিন সজল চুমুকে
খুলে দেখবে মেঘ চিঠির পাতায় বৃষ্টি বুনন। 

0 Comments