স্বপন জায়দারের কবিতা

        



              গোত্রান্তর 

তুমি চলে গেলে ,নীরবে অভিমানে 
সংবাদ শিরোনামে রয়ে গেল,
তোমার মৃত্যু রহস্য ।
নানান মতবাদে 
কখনো প্রতিবাদে 
নিজেই চলে যাওয়া
না হত্যা ?

তুমি চলে গেলে,সুদূরের অভিযানে 
রয়ে গেল তোমার প্রতিভা ,
অভিনয় ,তোমার ছবি  আর আমরা।
তুমি জানতে পারলে না 
তুমি কে ?
আমি কে?
রয়ে গেল তোমার অভিনয় আর স্মৃতি।

তুমি চলে গেলে, 
রয়ে গেল বিছানায় বিনিময়, 
আঙুলের ইশারায় ক্ষমতা জয়। 
এতো গোত্রান্তর 
চিরন্তন রয় ।

                 কবি স্বপন জায়দার 

0 Comments