জয়ীতা চ্যাটার্জী'র কবিতা


কবিতার 
জয়ীতা চ্যাটার্জী

কবিতা তো সাদা আগুনে জ্বালা বিস্ময়
ভেসে ওঠা ম্লান, খনির ভেতর থেকে মনি,
মায়ের মুখ যেমন হয়।
কবিতা তো পৃথিবীর ধাতুর মতন,হলুদ পাখিটা যেমন,
বা মাংসের গিঁট ছেঁড়া মন।
কবিতা তো সকালের মেঘ থেকে বিকেলের মেঘ,
আমার দক্ষিণের ভেজানো কপাট,
হাত থেকে ছেড়ে যাওয়া গরম রেত।
কবিতা তো বানিয়েছে শরীর তার কুয়াশায়
এ পৃথিবী বোঝেনি তার গল্প,
জানেনি তার দহন হায়।।

কবি জয়ীতা চ্যাটার্জী
নাগবাগান রোড, শ্যামনগর, পশ্চিমবঙ্গ







0 Comments