সাত্যকির কবিতা


অসম্পূর্ণ
সাত্যকি 

দাঁড়িয়ে আছে স্কুল বাড়ি 
বাইরের দেয়ালে এখন ফিকে হয়েছে 
                                    বছর কুড়ির আগের রঙ 
ক্ষয় পাওয়া গেট 
                  জানলার পাল্লায় ধুলো          বারান্দায় 
যেখানে আমরা হেলান দিয়ে গল্প করতাম টিফিনে
সেখানে অনেক পাতা  
উঠোনে ঘাসের থেকেও বড় বড় গাছ 
তাতে ফুল                           কিন্তু দেখার কেউ নেই  
কয়েকটা বড় গাছ তার মধ্যে দেবদারু গাছটা 
দোতলা ছাড়িয়ে গেছে                   পরিচর্যা হীন  
আমরা এখন সবাই এখানে অপরিচিত 
স্কুল বাড়ি আর আমাদের পিছু পিছু এগিয়ে আসে না বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে  


কবি সাত্যকি
বারাসাত, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

















1 Comments

  1. বেশ লাগলো... স্কুল জীবন ফিরে ফিরে আসে বারবার ... নস্টালজিয়ায়

    উত্তরমুছুন