দেবদত্ত চক্রবর্ত্তী'র কবিতা


স্তব্ধ রাত্রির ক্লান্ত অঘরী
দেবদত্ত চক্রবর্ত্তী

না নানা
কিচ্ছু হতে পারিনি আমি!
সেই ছোটবেলা থেকে আজ অব্দি
নিয়ম আর শৃঙ্খলে আটকে ছিলাম
সমুদ্র থেকে দূরে! আর সমুদ্র সরে গেছে
নদীর মতো প্রতিদিন দূর থেকে বহুদূরে!

স্রেফ কিচ্ছু না হতে পারার সাহস
প্রয়োজন ছিল আমার যা ছিল না আমার কোনকালে!
জীবনভর তাই শুধু প্রতীক্ষা করেছি আর
তিলে তিলে দেখেছি
প্রত্যাশার মৃত্যু!
স্বপ্নের সমাধি!
আর ভেঙ্গে পড়তে দেখেছি শূন্য বাতাসে জীবনের ওড়ান!

ঝেড়ে ফেলেছি জীবন থেকে সেই সবকিছু
যা ছিল আমার অবিচ্ছেদ্যভাবে নিকটতম!

একসময় নিঃশব্দ রাত্রির অন্ধকারে বসে
মোমের আলোয় রেখা টানতাম দূর পৃথিবীর
উড়ন্ত পাখির ডানায় ভেসে ছুঁয়ে আসতাম মেঘের বারান্দা!
আমার ভাল লাগে না
আর ভাল লাগেনা কোনকিছুই!
কি দিয়েছে আমাকে গাদাগাদা মুখস্থ করা পাঠ্যবই...?

এই সংসার শুধু শূন্য রিক্ততায় বেঁধেছে আমাকে
চেতনে অবচেতনে আমি শুধু শুনেছি নিঃসঙ্গ পথিকের ডাক!
এক মহাশূন্যতায়
কে যেন বেঁধে রেখেছে আমাকে
সমান্তরাল জীবনে সামঞ্জস্যপূর্ণ অবিন্যস্ত সুতোর মালায়?
কি হতে পেরেছি আমি?
কিচ্ছু না! কিচ্ছু না!
শুধু রহস্যে মোড়া পৃথিবীর উপন্যাসের এক নিরেট অধ্যায় ছাড়া!

সমস্ত উচ্চাসার নীচে
যদি আমাকে খোঁজে দেখ একবার
বিজ্ঞের বিচারে যা কিছু চরমতম অসন্মানের
সেই চুরান্ত চূর্ণবিচূর্ণ নামহীন স্থানে
নিখোঁজ আমি! মনে হয় যেন আমি
এই পৃথিবীর পান্থশালায় দাঁড়িয়ে থাকা স্তব্ধ রাত্রির এক ক্লান্ত অঘরী!

কবি দেবদত্ত চক্রবর্ত্তী
                 কলেজরোড, হাইলাকান্দি, আসাম



















0 Comments