দুটি কবিতায় ~ প্রেমাংশু শ্রাবণ


প্রেমাংশু শ্রাবণের দুটি কবিতা 

পাখির সংসার

কুড়াল নিয়ে ঘুমিয়ে আমার আমিষ চোখ।
বল্কলের নীচে তুমি রেখেছো
মাংস ও দুধ।
ধারালো স্বপ্নে তাদের ছিঁড়ে খাই
পাতা পাতা মরমিয়া কথা ওড়ে।
পাখির সংসার
আঁচড়ে ব্যাথা ওঠে শিকড়ের।
মাটিকে বোঝাতে পারি না
আমার ভয়ঙ্কর খিদে
আর মন সে তো লোহার চাদরে মোড়া কঠিন নির্জীব।

পরজীবী

এ দেশের ভূগোলে কেঁদে উঠছে দিন। 
লাঙলের ফলায় কুরুক্ষেত্রের রক্ত।
ধর্ষিতা মাটিকে বলতে পারছে না কংক্রিট হয়ে যাও।
উপবাসের বাস ছড়িয়ে পড়েছে।
বাসাগুলি লালন করছে পাথর আর মানিপ্লান।
পরজীবী লতার ঝাড় শুষে নিচ্ছে রস।
রসিকতা হারিয়ে পড়ে আছে নীরস নিরসনের কোনো উপায় নেই জেনে
মেগাসিরিয়ালের গল্প স্বপ্নের হাট খুলে
কেড়ে নিচ্ছে একটা আস্ত তুমি আর ক্রমশ বিষাক্ত এক ছোবল নীল করছে দ্যাখো---
দুর্বাদলশ্যাম বিশ্ব রুপের আসরে মেতেছে

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ


















0 Comments