পুর্নজন্ম ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


পুর্নজন্ম
মীরা মুখোপাধ্যায় 

এতো কষ্টের পরও এই যে জন্মের জন্য হাত পাতা
পাথরের মতো নীরবতা ঠেলে 
ডিঙিটাকে জন্মভূখন্ডের দিকে নিয়ে যাওয়া...
পথে আমি পেরিয়ে এসেছি 
জলোচ্ছাস ও হাওয়ার সন্ত্রাস
সোনার কাঁকন নিয়ে বসে থাকা বাঘ ইত্যাদি 

এতখানি পথ....
দেখলে দেখতে পেতে 
আমি কতো রোগা হয়ে গেছি

তারপরও মধ্যরাতে তোমাদের দুজনের কাছে
আবার জন্মের জন্য হাত পেতে প্রার্থনা করেছি

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া



















0 Comments