
অবুঝ জীবন আনন্দ সনে
অশোক কুমার দত্ত
বহুদূর জলের ভেতর দিয়ে হেঁটে যাই অন্তহীন নৈশব্দের দিকে!
বিজন বালুতট চেয়ে থাকে!চেয়ে থাকে ভাঙা নৌকা ছেঁড়া পাল আর অবুঝ নাঙ্গা নুলিয়া বালক!
রঙ গৌর বলে সে হয় তো ভাবছে নদীয়ার মহাপ্রভু চলেছেন সমুদ্র সন্ন্যাসে!
সফেন সমুদ্র মাঝে শুধু মনটুকুই আমার দখলে --- হাহাকারের সুরে সে শুধু চিৎকৃত হতে থাকে !
ভাবে -- একমুঠো বৈভব বা মঞ্চ কাঁপানো মালা ঝাঁপানো সে জীবন কী শুধু আমার?
না কী আমার নয়? বৈভব বা আলো কী কেড়ে নিতে পারে নিঃসারে কেড়ে নিতে পারে কোনো জীবন পথিকের "সাত টি তারার তিমির" হয়ে যাওয়া?
কে জানে?
0 Comments