এবং আমার চারপাশে আছে যারা ~ খায়রুল ইসলামের কবিতা


এবং আমার চারপাশে আছে যারা
খায়রুল ইসলাম

আমার রাজত্বের কেন্দ্রবিন্দুতে 
আজীবন কোন ধ্বংসলীলা ভর করে থাকেনি 
বদলেছে দিন 
বদলেছে রাত 
বদলে গেছে আমার দুঃখের রং 
'জীবন কখনো আনখা বাগে চলে না'
আমি ভালোবেসেছি বারে বারে তাদের, 
যারা ব্যাঘ্র শাবক এর মত শিকার ধরতে চায়
গতকাল আমার প্রিয় জন করেছে আঘাত  
আজকে আমার পথ ভিজেছে জলে 
কাল কোন আত্মীয় উঠবে সেজে 
আমার শরীর বেয়ে 
রঙে...ঢঙে... 
আমার রাজত্বে কোন কান্না লুকানো নেই 
বদলেছে সময় 
বদলেছে মন 
বদলেছে আমার চেনা গল্পগুলি

কবি খায়রুল ইসলাম 
৮৭/এ বাহির সর্বমঙ্গলা পাড়া, পূর্ব বর্ধমান 





 

0 Comments