সুদেষ্ণা দত্ত'র কবিতা বাসাংসি জীর্ণানিদীর্ঘ ক্ষরতপ্ত দুপুর পায়ে হেঁটে পার করেতোমার শরীরে এখন আসন্ন আঁধারের নৈঃশব্দস্নেহময় ঘাম আর সংসারী তেল হলুদের বদলেতোমার আঁচলে লেগে আছেসন্ন্যাসী ওষুধের গন্ধ,তোমার বুকের চক্রব্যুহে দাঁড়িয়ে আমি বাঁচার লড়াই শিখেছি..এখন হেরে বা জিতে যেভাবেই হোকযেকোন চক্রব্যুহ ভেদ করতে পারি অনায়াসে,আজকাল ব্যুহের...
গুরুদাস দাসের কবিতাতুমি চলে যাওয়ার পরেতুমি চলে যাওয়ার পরে, বুঝে যাই এ সময় কতটা আলোকবর্তিকাহীন।যতদিন তুমি ছিলে একবারও মনে হয়নি, তুমি চলে যেতে পারো, কখনোই ভাবিনি শূন্য উঠোনে নাচবে ক্লান্ত হাওয়ার খেয়া, নোঙরহীন সময় চোখ রাঙাবে,বিপন্ন গোধূলি বলবে "এরপর তো শুধুই অন্ধকার"। অথচ যেভাবে আকাশ...
মলয় দাস (পরিযায়ী) এর কবিতা অর্থ অনর্থমুখ ও মুখোশ যদি আলাদা অক্ষর হয় তবে তার অর্থ ভিন্নার্থ। যদি ধরো মুখের উপর মুখোশ বসে যুক্তবর্ণ হয় তবে সহজপাঠে মুখ ও মুখোশের শব্দার্থে মাকড়সা জাল বোনে।আবার মুখ মানে মুখোশ, মুখোশের সমার্থক মুখই হয় তবে ব‍্যঞ্জন বর্ণের...