হৃদস্পন্দন

  • Home


  • Download

  • Social

  • Feature


সুদেষ্ণা দত্ত'র কবিতা 

বাসাংসি জীর্ণানি

দীর্ঘ ক্ষরতপ্ত দুপুর পায়ে হেঁটে পার করে
তোমার শরীরে এখন আসন্ন আঁধারের নৈঃশব্দ
স্নেহময় ঘাম আর সংসারী তেল হলুদের বদলে
তোমার আঁচলে লেগে আছে
সন্ন্যাসী ওষুধের গন্ধ,
তোমার বুকের চক্রব্যুহে দাঁড়িয়ে 
আমি বাঁচার লড়াই শিখেছি..
এখন হেরে বা জিতে যেভাবেই হোক
যেকোন চক্রব্যুহ ভেদ করতে পারি অনায়াসে,
আজকাল ব্যুহের বাইরে দাঁড়িয়ে নিজেকে
বড্ড বেশিরকম ঈশ্বর মনে হয় ।
গাছের পুরোন বল্কলের মত
শরীর থেকে অনায়াসে নামিয়ে ফেলতে পারি কালচক্র,
দাউ দাউ আগুনের প্রবজ্যা অঙ্গীকারে
পুড়িয়ে ফেলি আমার শৈশব কৈশোর যৌবন কাল,
আগুনের শেষ চিন্হটুকু পায়ে মাড়িয়ে
কিনু গোয়ালার গলি হয়ে ওঠে হাইওয়ে..
আলোর নিচে চাপা পড়ে যায় সমস্ত মানবিক বিষাদ।

তবু কোন এক হৈমন্তী ভোরে
নিভে যাওয়া ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে
ঐশ্বরীক উপসর্গগুলো ক্রমশই ম্লান হয়ে আসে,
চোখে এসে জমা হতে থাকে তোমার শরীরের নোনাঘাম,
বুকের মধ্যে জ্বলতে থাকা দহণকাল থেকে
খুঁজে বার করে আনি আমার মানবিক অতীত,
এক যুগ পার করে তোমার শীতার্ত হাতে হাত রাখি আবার,
তোমার আঙ্গুলের শিথিল বাঁধনে
আজও অবিনশ্বরতার গন্ধ... 

কবি সুদেষ্ণা দত্ত
তারাবাগ, পূর্ব বর্ধমান 



       





গুরুদাস দাসের কবিতা

তুমি চলে যাওয়ার পরে

তুমি চলে যাওয়ার পরে, বুঝে যাই 
এ সময় কতটা আলোকবর্তিকাহীন।

যতদিন তুমি ছিলে একবারও মনে হয়নি, তুমি চলে যেতে পারো, কখনোই ভাবিনি শূন্য উঠোনে নাচবে ক্লান্ত হাওয়ার খেয়া, নোঙরহীন সময় চোখ রাঙাবে,বিপন্ন গোধূলি বলবে "এরপর তো শুধুই অন্ধকার"। 

অথচ যেভাবে আকাশ ভরা থাকতো নক্ষত্রের মায়ায়, সম্পর্কের অনন্য অধ‍্যায়ে লেখা হতো আলোর ইতিকথা, জনাকীর্ণ রাজপথে অলৌকিক মিছিলের দিন, সেভাবেই নদীটিও পোষমানা খেয়ালের মতো শুধুই আরক্তিম ভাষা হয়ে বিন্দু বিন্দু সুরেলা সময়ে ভেসে যেতো।
শঙ্খচিলের ডানার শব্দে যেভাবে বুঝে নিতাম একটি একান্ত দুপুরের ইঙ্গিত, যা আমার একেবারেই নিজস্ব, প্রতিশ্রুতিবান শস‍্যের মতো অকপট।

তুমি চলে যাওয়ার পরেই বুঝে যাই, 
আগুনের পাণ্ডুলিপি ছুঁয়ে ফিরে আসা কতটা কঠিন।

কবি গুরুদাস দাস 
সাতবেড়িয়া, কামারপুকুর, হুগলি 


























মলয় দাস (পরিযায়ী) এর কবিতা 

অর্থ অনর্থ

মুখ ও মুখোশ যদি আলাদা অক্ষর হয় তবে তার অর্থ ভিন্নার্থ। যদি ধরো মুখের উপর মুখোশ বসে যুক্তবর্ণ হয় তবে সহজপাঠে মুখ ও মুখোশের শব্দার্থে মাকড়সা জাল বোনে।আবার মুখ মানে মুখোশ, মুখোশের সমার্থক মুখই হয় তবে ব‍্যঞ্জন বর্ণের ব‍্যঞ্জনা বড়োই বেদনার।

কবি মলয় দাস
কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ 





নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

ব্লগ সংরক্ষাণাগার

  • আগস্ট (3)
  • জুলাই (22)
  • জুন (8)
  • নভেম্বর (15)
  • অক্টোবর (5)
  • সেপ্টেম্বর (81)
  • আগস্ট (66)
  • জুলাই (55)
  • জুন (56)
  • মে (57)
  • এপ্রিল (46)
  • মার্চ (15)
  • জানুয়ারী (14)
  • ডিসেম্বর (73)
  • নভেম্বর (103)
  • অক্টোবর (97)
  • সেপ্টেম্বর (101)
  • আগস্ট (120)
  • জুলাই (88)
  • জুন (76)
  • মে (63)
  • এপ্রিল (11)

🔴বিজ্ঞপ্তি:

পাঁচ মাসের বিরতি কাটিয়ে আবার ও ফিরছি আমরা। খুব শীগ্রই আসছে আমাদের প্রত্যাবর্তন সংখ্যা।

অনুসরণ করুণ

এক মাসের সর্বাধিক পঠিত পোস্টগুলি:

  • শেষ শোকসংগীত ~ গোবিন্দ মোদকের কবিতা
  • দুটি কবিতায় ~ গৌতম কুমার গুপ্ত
  • ব্রাত্য ~ বিদ্যুৎ মিশ্র'র কবিতা
  • দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প
  • আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা
  • গুচ্ছ কবিতায় ~ অসীম মালিক
  • সুমিত রায়ের গল্প
  • সে প্রেম পবিত্র~ প্রেমাংশু শ্রাবণের কবিতা
  • সুব্রত মাইতির কবিতা
  • তিনটি কবিতায় ~ রাগীব আবিদ রাতুল

বিষয়সমূহ

  • Poetry speaks 2
  • অণু কথারা 21
  • আবার গল্পের দেশে 8
  • উৎসব সংখ্যা ১৪২৭ 90
  • একুশে কবিতা প্রতিযোগিতা ২০২১ 22
  • এবং নিবন্ধ 3
  • কবিতা যাপন 170
  • কবিতার দখিনা দুয়ার 35
  • কিশলয় সংখ্যা ১৪২৭ 67
  • খোলা চিঠিদের ডাকবাক্স 1
  • গল্পের দেশে 17
  • ছড়ার ভুবন 7
  • জমকালো রবিবার ২ 29
  • জমকালো রবিবার সংখ্যা ১ 21
  • জমকালো রবিবার ৩ 49
  • জমকালো রবিবার ৪ 56
  • জমকালো রবিবার ৫ 28
  • জমকালো রবিবার ৬ 38
  • দৈনিক কবিতা যাপন 19
  • দৈনিক গল্পের দেশে 2
  • দৈনিক প্রবন্ধমালা 1
  • ধারাবাহিক উপন্যাস 3
  • ধারাবাহিক স্মৃতি আলেখ্য 2
  • পোয়েট্রি স্পিকস 5
  • প্রতিদিনের সংখ্যা 218
  • প্রত্যাবর্তন সংখ্যা 33
  • প্রবন্ধমালা 8
  • বিশেষ ভ্রমণ সংখ্যা 10
  • বিশেষ সংখ্যা: আমার প্রিয় শিক্ষক 33
  • বিশেষ সংখ্যা: স্বাধীনতা ও যুবসমাজ 10
  • ভ্রমণ ডায়েরি 1
  • মুক্তগদ্যের কথামালা 5
  • রম্যরচনা 2
  • শীত সংখ্যা ~ ১৪২৭ 60

Advertisement

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.

মোট পাঠক সংখ্যা

লেখা পাঠাবার নিয়মাবলী:

১. শুধুমাত্র কবিতা, মুক্তগদ্য অথবা অণুগল্প পাঠাবেন। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্যান্য বিষয়ক লেখা সম্পূর্ণ আমন্ত্রিত। ২. লাইনের কোনো সীমাবদ্ধতা নেই। ৩. লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাবেন। ৪. লেখা মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। অন্য কোনো ব্লগ, ওয়েবজিন অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত লেখা পাঠাবেন না। ৫. মেইলে আপনার লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত, কথাটি উল্লেখ করবেন। ৬. লেখার সাথে আবশ্যিক ভাবে এক কপি ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা পাঠাবেন।  ৭. লেখা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো উত্তর না এলে লেখাটি অমনোনীত ধরে নিতে হবে। ৮. আপনার লেখাটি প্রকাশ পেলে তার লিঙ্ক শেয়ার করাটা আপনার আবশ্যিক কর্তব্য। আশাকরি কথাটি আপনারা মেনে চলবেন। আমাদের মেইল- hridspondonmag@gmail.com
blogger-disqus-facebook

শান্তনু শ্রেষ্ঠা, সম্পাদক

আমার ফটো
পূর্ব বর্ধমান, India
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

সাম্প্রতিক প্রশংসিত লেখা:

সুজিত রেজের কবিতা

সুজিত রেজের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

চন্দ্রানী গুহ রায়ের কবিতা

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

দাহ ~ পাভেল ঘোষের ছোটগল্প

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা

হৃদস্পন্দন ম্যাগাজিন

© হৃদস্পন্দন ম্যাগাজিন। শান্তনু শ্রেষ্ঠা কর্তৃৃক পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত।

Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates