📌 শুক্লা মুখার্জী🔹পূর্ব বর্ধমান🔹
⛣ এ জীবনের যাত্রাপথ ঠিক কতখানি ?
জানি অপরিমেয় সে যে..
মাটিতে প্রথম পদক্ষেপের সাথে শুরু হয়ে,
পুণরায় মাটিতে বিলীন হওয়া পর্যন্ত
চলতেই থাকে সে যাত্রাপথ..
পৃথিবীর আলো একদিন দেখেছি যখন,
আবার একদিন সবকিছু আঁধারে যাবে ঢেকে..
এই আলো -আঁধারির খেলায়
বড় সাধ জাগে..
মাটিতে একটু ছাপ রেখে যাওয়ার..
ছোট চারা পৃথিবীর প্রাণসুধা
আকন্ঠ পান করে,
একদিন মহীরুহে পরিণত হয়..
নামগোত্রহীন এক পথে চলতে চলতে
থমকে দাঁড়াতে হয় সে মহীরুহের কাছে..
সসসম্ভ্রমে...নতমস্তকে...
মনের সুপ্ত বাসনা..
হব ওই মহীরুহের মত..
লজ্জার পরিচয়, বঞ্চনার যাত্রাপথ
সব পেরিয়ে নূব্জ শরীর
আবার হবে ঋজু...দৃঢ়....
জানি,কঠিন সে পথ..
তবুও..
আলো -আঁধারির এ যাত্রাপথে
বড় সাধ জাগে..
মাটিতে একটু ছাপ রেখে যাওয়ার..। ।
0 Comments