꩜ মুখোমুখি ꩜
⍜ আবদুস সালাম🔸রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ🔸
স্থির দুদন্ড ভাবার সময় নেই
আমন্ত্রনহীন দ্বীপে শিকড় হীন বসবাস
বিবেকের পলেস্তারা খসে পড়লে
আত্মিক সংকট মাথা চাড়া দেয়
আমন্ত্রনহীন দ্বীপে শিকড় হীন বসবাস
বিবেকের পলেস্তারা খসে পড়লে
আত্মিক সংকট মাথা চাড়া দেয়
স্বার্থমগ্নতা লব্ধ হাহাকার বাজে সর্বত্র
হাস্যকর উত্তোরণ ডানা মেলে
মহাবিশ্বের উঠোন জুড়ে শুধুই অন্ধকার
দিন যায় বিষাদে
হাস্যকর উত্তোরণ ডানা মেলে
মহাবিশ্বের উঠোন জুড়ে শুধুই অন্ধকার
দিন যায় বিষাদে
নিত্য নতুন ঢেউ ওঠে অমানবিক বারান্দায়
মুক্তির আন্দোলন ডুগডুগি বাজায়
আত্মিক অবমাননার নৌকোয় যৌনতা পাল তোলে
সামুদ্রিক উচ্ছাস ক্যামেরা বন্দী হয়।
মুক্তির আন্দোলন ডুগডুগি বাজায়
আত্মিক অবমাননার নৌকোয় যৌনতা পাল তোলে
সামুদ্রিক উচ্ছাস ক্যামেরা বন্দী হয়।
0 Comments