দেহটা গণতন্ত্রের কথা বলে





  ⍚ আলিমন নেছা মনি🔸দিনাজপুর, বাংলাদেশ🔸



আমার একটা দেহ আছে,
যে দেহে প্রাণ,ক্ষুধা, সঙ্গম ছাড়া আর কিছু থাকে না।
তবে এখন দেহটি নিস্তব্ধ আর বধির!
কেউ ইশারায় শিস দিলেও তাড়না জাগে না।
দেহটা বিবশ হয়ে গেছে, দেয়ালবন্দি স্মৃতির আয়নায়
যেটাকে চাইলেও ভাঙতে পারি না।
এমন একটা দেহ নিয়ে চলাফেরা করি, রাজপথ ঘুরি
নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার!
মানবিকতার করুণা করার জন্য কেউ আসে না।
ছটফটে মরি, জ্যান্ত মাছের মতো-
বড় বড় চোখ ফ্যাল ফ্যাল তাকায়ে দেখে
প্রাণ বের হতে চেয়েও বের হয় না।
অথচ দেহটা গণতন্ত্রের কথা বলে,ফ্যাসিবাদী
কবিতা শোনায়,
দীর্ঘদিন ব্যাপি -
অবরুদ্ধ হওয়া মানুষের গান গায়, ন্যায় বিচারের দাবীতে পথে পথে কাঁদে,
জগতের কোন মানুষ তা দেখে না।
একটা অন্ধকার,একটা অনিশ্চয়তা,একটা আশংকা, একটা লকডাউন,একটা ভাইরাস,দেহটাকে হত্যা করে চলেছে,
দেহটা আর কোনদিন গণতান্ত্রিক হতে পারবে না।

0 Comments