⍚ জয়ন্তী দেবনাথ🔸কলকাতা🔸
পুরো জানালা জুড়ে তুমি...
মিহি করে টুকরো করেছি একে
কোনো ফাঁকে যদি আসে বাইরের টুকরো চাঁদোয়া
হাতে হাত আর কতটুকুই বা
হাত ছাড়লেই ছড়িয়ে পড়ো তুমি
বাতাসের মতো
কোন মিলি মাইক্রন স্থানও ফাঁকা থাকে না
স্বপ্নেতেও হানাদারী
কি এক বিচিত্র প্রেম তোমায় জুড়ে
চাঁদের আলো বলে নিঠুর
আমি তাকে মাখতে চাই না
কেমন করে পারি
পুরো জানালা জুড়ে তুমি
বাতাসের মতো ছড়িয়ে...
----------------------------------------
1 Comments
ভালো লাগলো
উত্তরমুছুন