៚ ছোট নদী ៚




         𒄶 স্বপনকুমার বিজলী🔸দক্ষিণ ২৪ পরগনা🔸



রিমঝিম সুর তুলে
ছোট নদী চলে দুলে
গিয়ে যেই বসি কূলে
সিলেবাস যাই ভুলে ।

তালপাতা ঘেরা ঘরে
নদী যেন গান ধরে
পরিযায়ী কত চরে
সব খুশি এসে ভরে ।

বাবা গেলে দূর হাটে
ছুটে যাই নদী ঘাটে
বই খাতা থাকে মাঠে
ডিঙি বেয়ে দিন কাটে ।

আকাশের বুক চিরে
তারা যেই ফোটে ধীরে
সাঁঝ নামে নদী তীরে
আমি ঘরে আসি ফিরে

0 Comments