𒄰 ডাঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়🔸কলকাতা🔸
রোদ্দুরের হাত আল্পনা দিয়ে যায়
বিবর্ণ চিলেকোঠায়--
চিলেকোঠার ঘরের ধূসর চালচিত্রের ;
এক অমূল্য রত্ন নাকি খুঁজে পাওয়া যাচ্ছেনা,
অনেকদিন থেকে তল্লাসির জন্য কয়েকজোড়া চোখ -
চিলেকোঠার ঘরে অনেকের আনাগোনা
সকাল থেকে সন্ধ্যা হয়, আবার রাত পেরিয়ে ভোর
মেলেনা হারিয়ে যাওয়া অনেককিছু
চিলেকোঠায় ঘরে সব হারানো জিনিসপত্রের সন্ধান পাওয়া যায়,
সবার দৃষ্টিতে অন্ধত্বর পরোয়ানা
চারতলার অন্ধ কুটুরিতে
তাই আজ রোদ্দুরের হাত এসেছে
ছাদের গা জড়িয়ে থাকা তেজপাতা গাছের উপর
তার হাত
রোদ্দুরের আলতো আদরে মাঝেমাঝে হেসে উঠছে সে
খিলখিল হাসি ছড়িয়ে পড়েছে সেগুন আর বাতাবির সারা মুখে
অনেকদিন পর এক অচেনা রোদ্দুর
যাকে একেবারেই অন্যরকম মনে হয় -
চিলেকোঠার ঘরে এত আলো কেউ আগে কখনো দেখেনি।
আলোর স্বয়ম্বরে, হারানো, কতদিনের লুকিয়ে থাকা রত্নটা উঁকি দিয়েছে একমুখ হাসি নিয়ে।।
রোদ্দুরের আলতো আদরে মাঝেমাঝে হেসে উঠছে সে
খিলখিল হাসি ছড়িয়ে পড়েছে সেগুন আর বাতাবির সারা মুখে
অনেকদিন পর এক অচেনা রোদ্দুর
যাকে একেবারেই অন্যরকম মনে হয় -
চিলেকোঠার ঘরে এত আলো কেউ আগে কখনো দেখেনি।
আলোর স্বয়ম্বরে, হারানো, কতদিনের লুকিয়ে থাকা রত্নটা উঁকি দিয়েছে একমুখ হাসি নিয়ে।।
0 Comments