⍚ নিত্যানন্দ দত্ত🔸পূর্ব বর্ধমান🔸
প্রতি হত্যার শেষে চুপ হয় প্রতিটি আঘাত
বিকেলের মৃত্যুতে যেরকম নির্ঘুম রাত
পাখির কামড় থেকে খসে পড়ে মৃতপ্রায় মাছ
ছাইদানি ভ'রে গেলে মাথানিচু অপরাধী আঁচ
যেমন কেকের পাশে নিভে আসে আলোর নরম
তার অপমানভারে গলে গলে পড়ে থাকে মোম
নদীও হিংস্র হলে ভেসে যায় খড়কুটো গ্রাম
সব অপরাধবোধে আমি আজ অস্ত্র নামালাম
তবু তো নিরস্ত্র নই, হিংসা কি চির অবনত?
প্রতিটি আঘাত জানে, হত্যাটি আইন সম্মত ...
0 Comments